
নাপিতের কাজও করেছেন কমল হাসান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১০:১৪
অভিনেতা-পরিচালক-প্রযোজক, একাধারে এতগুলো পরিচয় ধারণ করা ভারতের দক্ষিণী সিনেমার তারকা কমল হাসানকে পাওয়া গেছে রাজনীতির জটিল ময়দানেও। সেই কমল হাসানই কী না নাপিতের কাজও করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে কমল হাসান বলেছেন, তার মাকে এক ধরনের ‘অপমানের মধ্যে ফেলতেই’ নাপিতের কাজ করেছেন তিনি।
কমল হাসান বলেছেন যিনি তাকে চুল কাটার কাজ শিখিয়েছিলেন, তাকে ‘গুরু’ বলে সম্বোধন করেন এই অভিনেতা।
তিনি বলেন, “একটা সেলুনে কাজ করতাম, কিন্তু সেটা মূলত মাকে শিক্ষা দিতে।”
সেটা কেন জানতে চাইলে কমল হাসান বলেন, তার মায়ের ধারণা ছিল তিনি কিছুই করেন না।”
“বই পড়তাম, সিনামা দেখতাম। আর মা বলতেন, সেগুলা কোনো কাজের পর্যায়ে পড়ে না। এক সময়ে আমি সিদ্ধান্ত নেই, এমন কিছু একটা করতে হবে, যাতে মা লজ্জায় পড়েন। তখনই নাপিত হওয়ার সিদ্ধান্ত নিই।”