দুর্বল পাসওয়ার্ড নিয়ে আর ভাবনা নয়, সমাধান দেবে গুগল ক্রোম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৯:১৫

অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া এখন জীবন-যাপন প্রায় অসম্ভব। তবে অনলাইন দুনিয়ায় দিন দিন নিরাপত্তা নিয়ে প্রশ্নে উঠেছে বার বার। নিরাপত্তা যতই কড়া হোক না কেন, হ্যাকারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। মানুষকে বোকা বানানোর নতুন নতুন ছক কষছে দুষ্কৃতিকারীরা। এমন পরিস্থিতিতে দুর্বল পাসওয়ার্ড মানে আগে থেকেই এক গোলে পিছিয়ে থাকার শামিল, তা মানতেই হবে। আর এই পরিস্থিতিতেই গুগল ক্রোম এক অভিনব পদক্ষেপ নিয়েছে। এবার আপনার পাসওয়ার্ড ‘দুর্বল’ হলে তা বদলে দেবে গুগল ক্রোম।


এই নতুন ফিচার ক্রোমের বর্তমান গুগল পাসওয়ার্ড ম্যানেজার ফিচারেরই আপডেটেড ভার্শন হতে চলেছে। এখনও পর্যন্ত ওই ফিচার কেবল দুর্বল পাসওয়ার্ডকে চিহ্নিত করতে পারে মাত্র। কিন্তু এবার নয়া আপডেটে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে। ধরা যাক, কেউ পাসওয়ার্ড দিল ‘password’ কিংবা ‘1234’। এমন ধরনের দুর্বল পাসওয়ার্ড এবার কেবল চিহ্নিতই নয় স্বয়ংক্রিয় ভাবে তা বদলে শক্তিশালী পাসওয়ার্ডও তৈরি করে দেবে গুগল ক্রোম। তবে অবশ্যই সেটা ইউজারের অনুমোদনসাপেক্ষ। অর্থাৎ আপনি যদি ইউজার হন, তাহলে ওই নতুন পাসওয়ার্ডটি আপনার পছন্দ করার বা না করার অধিকার থাকছে। যদি রাজি হন তবেই তা বদলানো যাবে। তবে এখনই নয়, এই নয়া ফিচার আসতে আসতে এই বছরের শেষ, এমনটাই জানা যাচ্ছে।


আসলে দেখা গিয়েছে, বহু ইউজারই জানেন যে শক্তিশালী পাসওয়ার্ড রাখা খুবই দরকার। কিন্তু অনেকেই এই নিয়ে মাথা ঘামাতে চান না। অথচ এর ফলেই তারা ডেকে আনেন বিপদ। এর থেকে বাঁচতেই এবার গুগল ক্রোম এই ফিচার নিয়ে আসার কথা ভাবল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও