
একগাদা রেকর্ড গড়ে টেবিল টপারদের হারাল লখনৌ
এখনও পয়েন্ট টেবিলে আইপিএলের শীর্ষ দল গুজরাট টাইটান্স। যদিও সেই অবস্থান বদলে যেতে পারে লিগপর্ব শেষে। তবে চলমান অষ্টাদশ আসরের অন্যতম দাপুটে এই দল ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বরাবরই ব্যর্থ। এবার গুজরাট ঋষভ পান্তদের কাছে দু’বারই হেরেছে। সর্বশেষ তিন ম্যাচের ফলও একই। ২৩৫ রানের বড় পুঁজি নিয়ে গুজরাটকে ৩৩ রানে হারিয়েছে লখনৌ।
ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) শুভমান গিলের গুজরাট টস জিতে আগে বোলিং নেয়। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন মিচেল মার্শ-নিকোলাস পুরানরা। আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করার দিনে অস্ট্রেলিয়ান তারকা মার্শ ৬৪ বলে ১০ চার ও ৮ ছক্কায় ১১৭ রান করেন। এ ছাড়া পুরান ৫৬ এবং পান্তের ১৬ রানের ক্যামিওতে ২৩৫ রানে বড় সংগ্রহ গড়ে লখনৌ। বিপরীতে গুজরাটের ব্যাটাররা থিতু হলেও ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন শাহরুখ খান (৫৭)। ৯ উইকেটে তাদের দৌড় থামে ২০২ রানে।
লখনৌর জয়ের ম্যাচে যত রেকর্ড
৫৬০
লখনৌর হয়ে আইপিএলের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান (৫৬০) করলেন মিচেল মার্শ। এর আগে ২০২২ আসরে দলটির তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুল সর্বোচ্চ ৬১৬ রান করেছিলেন। চলতি মৌসুমে লখনৌর বাকি আর এক ম্যাচ।
১৭
কালকের ম্যাচে লখনৌর ব্যাটাররা পুরো ইনিংসে ১৭টি ছক্কা মেরেছে। যা এক ইনিংসে ফ্র্যাঞ্চাইজিটির জন্য সর্বোচ্চ।