নোজ ক্লিপ কি নাকের গঠন বদলে দেয়

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৯:১৪

নাকের গড়ন সুন্দর করতে আজকাল অনেকে বিশেষ ধরনের ক্লিপ ব্যবহার করছেন। কেউ কেউ বলছেন, এতে উপকার মেলে। নোজ আপ ক্লিপ বা নোজ শেপার হিসেবে পরিচিত এসব ক্লিপ তাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আদতে কি এটি নাকের গড়ন বদলানোর কোনো কার্যকর উপায়? নাকি সাধারণ এই অনুষঙ্গই বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে?


কারও নাকের গড়ন কেমন হবে, তা তাঁর নাকের হাড়ের গঠনের ওপর নির্ভর করে। হাড় ছাড়া নাকের কাঠামোয় থাকে আরও কিছু নরম কিন্তু দৃঢ় অংশ। এই অংশ হলো তরুণাস্থি। এর ওপরেও নির্ভর করে নাকের গড়ন। কিছু জয়েন্টের মাধ্যমে নাকের কাঠামোটি স্থিতি পায়। ক্লিপের মতো একটি বাহ্যিক অনুষঙ্গের মাধ্যমে এই জটিল কাঠামো কতটা বদলানো সম্ভব, সে প্রসঙ্গে বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক–কান–গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান।


ক্লিপ ব্যবহার করলে যা হয়


নাকের ক্লিপ এমনভাবে তৈরি করা হয়, যাতে তা নাকের কাঠামোর ওপর চেপে থাকে। ক্লিপ ব্যবহার করা হলে নাকের নরম অংশটি আপাতদৃষ্টে কিছুটা চেপে গেছে বলে মনে হতে পারে। ক্লিপ খোলার পর নাক বেশ উঁচু হয়ে গেছে বলেও মনে হতে পারে। তবে এসব নিতান্তই সাময়িক ব্যাপার। আদতে এই পদ্ধতিতে কারও নাকের গড়ন বদলায় না। আর বিষয়টি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত; বরং ক্লিপের চাপ অতিরিক্ত হলে নাকের ত্বকের রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে। ফলে ব্যথা অনুভূত হয়।


তা ছাড়া নাকের যে অংশে ক্লিপ লাগানো হয়, সেখানে নীলচে জখমও হয়ে যেতে পারে। রক্ত সঞ্চালন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নাকে আরও মারাত্মক ক্ষত সৃষ্টির ঝুঁকিও থাকে। এ ধরনের ক্ষত হয়ে গেলে সেটির চিকিৎসা করাতে অনেকটা সময় লেগে যায়। তাই দামে সস্তা ও ব্যবহার করা সহজ হলেও এ ধরনের অনুষঙ্গ এড়িয়ে চলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও