‘পক্ষপাতমূলক’ নির্বাচন কমিশন দেখতে চায় না এনসিপি

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৭:৫২

নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এই আচরণ মেনে নেবে না। তারা ইসির পুনর্গঠন চায়। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও বলেছেন দলটির নেতারা।


ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোনের ব্যানারে এই সমাবেশে এনসিপির নেতারা এ কথা বলেন।


সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে। ফ্যাসিবাদী আমলের বিতর্কিত আইনে গঠিত সেই ইসির পুনর্গঠন করতে হবে। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।


বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে বলে মন্তব্য করেন দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, তারা (বিএনপি) বাংলাদেশে আরেকটি ওয়ান-ইলেভেন আনতে চায়। ওয়ান-ইলেভেনের মাধ্যমে বাংলাদেশকে অচল করার পেছনে যে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন, সেগুলো ঢেলে সাজাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও