৫ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি

প্রথম আলো শাহবাগ প্রকাশিত: ২২ মে ২০২৫, ১৬:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।


আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়েও অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।


বেলা সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা ৫ ঘণ্টার বেশি সময় ছাত্রদলের নেতা-কর্মীরা এলাকাটির সড়ক অবরোধ করে রেখেছেন। এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।


শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।


ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়-সংলগ্ন সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে শাহরিয়ার আলমের খুনিদের কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর কোনোভাবে এই হত্যার দায় এড়াতে পারেন না। তাই তাঁদের পদত্যাগ দাবি করছি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও