স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৫, ১৩:১৪

ঈদে মুক্তি পাবে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি নিয়ে ফেসবুক পোস্ট দিয়েও আলোচনায় এই অভিনেত্রী। এসব প্রসঙ্গে গত মঙ্গলবার দুপুরে তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের।


কয়েকবার ঘোষণা দিয়েও ‘এশা মার্ডার’ আসেনি, এবার সত্যিই আসবে তো?


আজমেরী হক বাঁধন : আমাকে বলা হয়েছে আসবে। গত বছরও বলেছিল। কাজ যা বাকি ছিল, শেষ। ডাবিং শেষ। শুনেছি, শিগগিরই সার্টিফিকেশন বোর্ডে জমা দেবে। দুই বছরের বেশি সময় ধরে শুটিং হচ্ছে। এটা এখন মুক্তি দেওয়াটা জরুরি।


কেমন হয়েছে?


আজমেরী হক বাঁধন : এটা পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। গান আছে, রোমাঞ্চ আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে। আমার জন্য আলাদা; কারণ, কখনো পুলিশের চরিত্র করিনি। লিড চরিত্র। তা–ও একটা মেয়ের ওপর গল্প। সাধারণত আমাদের এখানে নারীকেন্দ্রিক সিনেমা এখন হয় না, ওই জায়গা থেকে আমার কাছে আলাদা লেগেছে। নারীকেন্দ্রিক গল্পের ছবি মুক্তি পাবে, মানুষও দেখবে। আমি আশা করি। প্রেক্ষাগৃহে এসে দর্শক আমার ছবিটিকে সাপোর্ট করবে, এটাও মনে করছি।


নতুন আর কিছু করছেন?


আজমেরী হক বাঁধন : আরেকটা ছবি করেছি, ‘মাস্টার’। বানিয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এ ছবিরও কাজ শেষ। আপাতত এই দুটি ছবি আছে। মাঝখানে আরও দুটি ছবির কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রযোজক আর আগ্রহ দেখাননি। তাই ছবিগুলো হয়নি। তা ছাড়া আমি যে ধরনের ছবি করতে চাই, সে রকম গল্প খুব বেশি পাওয়া যায়, তা–ও তো নয়। কোনো নির্মাতা-প্রযোজক যদি পছন্দসই গল্প নিয়ে আসেন, আমি অভিনয়ের জন্য প্রস্তুত।


ফেসবুকে লিখেছেন, ‘কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো, ন্যায়ের ওপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো। কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।’


আজমেরী হক বাঁধন : আমরা যখন জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, তখন একটা আশা ছিল মনে, একটা উত্তেজনা ছিল, একটা পরিবর্তনের ইচ্ছা ছিল। এখন সেই আশা চূর্ণবিচূর্ণ। আমি বিশ্বাস করেছিলাম, পরিবর্তন সম্ভব। আমি খুবই ইতিবাচক একজন মানুষ। আমার মনে হয়েছিল যে পরিবর্তনটা বুঝি শুরু হবে। কিন্তু শুরুটাও হলো না। আমি এটাও মনে করেছিলাম, এই সরকারও সব করবে না। একটা নির্বাচিত সরকার করবে। একটা কাঠামো তৈরি করে দিয়ে যাবে, এরপর যে সরকার আসবে, তার কাজটা যাতে আরেকটু বেগবান হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এই সরকার ব্যর্থতার দিকে চলে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও