
অধিক মুনাফায় সর্বোচ্চ নিরাপদ যে বিনিয়োগ
সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে বের হতে পারছে না দেশ। এক বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকায় বেশ চাপে রয়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো। প্রতিদিনের খরচ মেটাতেই এখন তাদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও যারা অল্পকিছু সঞ্চয় করতে পারছেন, তারা হয়তো তা যথাযথভাবে বিনিয়োগের পরিকল্পনা করছেন।
বাংলাদেশের অর্থনীতিতে ট্রেজারি বন্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সরকারের ঋণ সংগ্রহের একটি মাধ্যম এবং বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের সুযোগ।
ট্রেজারি বন্ড কী
ট্রেজারি বন্ড হলো সরকারি ঋণপত্র, যা সরকার নির্দিষ্ট মেয়াদে নির্ধারিত সুদসহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য ইস্যু করে। এগুলো সাধারণত দীর্ঘমেয়াদি ৫-২০ বছর বা তার বেশি মেয়াদের হয় থাকে। সুদের হার নির্দিষ্ট থাকে এবং নির্দিষ্ট সময় পরপর সুদ পরিশোধ করা হয়, সাধারণত ছয় মাস অন্তর। এটি সরকার কর্তৃক গ্যারান্টিযুক্ত হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
সুদের হার
সরকারের ঋণ গ্রহণের ছয় ধরনের বন্ড রয়েছে। এর মধ্যে দুই বছর মেয়াদি বন্ডের বর্তমান সুদের হার ১১ দশমিক ৭২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৭ শতাংশ। তিন বছর মেয়াদি বন্ডের সুদহার ১২ শতাংশ থেকে ১২ দশমিক ৯৪ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বন্ডের সুদহার ১১ দশমিক ৩৮ শতাংশ থেকে ১১ দশমিক ৯৯ শতাংশ।