বাজেট টানছে জলবায়ু খাত

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ মে ২০২৫, ১৩:০০

জলবায়ু অর্থনীতি ও টেকসই প্রবৃদ্ধির প্রশ্নে বাজেটে বড় অঙ্কের বরাদ্দ রাখছে অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) জলবায়ু, পরিবেশ ও দুর্যোগ সহনশীল অবকাঠামো খাতে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২২৮টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এসব প্রকল্পে ব্যবহৃত অর্থের উল্লেখযোগ্য অংশ বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে।


বিশ্লেষকদের মতে, এই বরাদ্দ শুধু প্রকৃতি রক্ষার খাতেই সীমিত নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি রক্ষা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকার প্রশ্ন। জলবায়ু অর্থনীতির সঙ্গে রপ্তানি সুযোগ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা প্রত্যক্ষভাবে সংযুক্ত হয়ে গেছে।


পরিকল্পনা কমিশনের তথ্যমতে, এসব প্রকল্পের মাধ্যমে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন কাঠামো (জিসিআরডি) এবং ডেলটা অ্যাপ্রাইজাল ফ্রেমওয়ার্কের (ডিএএফ) অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। এ বিষয়ে পরিকল্পনা কমিশন সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন আজকের পত্রিকাকে জানান, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং মাথাপিছু আয় বৃদ্ধির লক্ষ্যেই এ প্রকল্পগুলো প্রণয়ন করা হয়েছে।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এই প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ তিনটি লাভ পাবে—এসডিজি অর্জনে অগ্রগতি, জলবায়ু ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ এবং বৈশ্বিক বাজারে রপ্তানি সুবিধা। তিনি মনে করেন, টেকসই উন্নয়ন আজকে আর শুধু একটি নীতিগত বিষয় নয়, এটা এখন অর্থনীতির অপরিহার্য অংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও