
শেষ হচ্ছে অপেক্ষা, ফের উপবৃত্তি পাবে এবতেদায়ী শিক্ষার্থীরা
এবতেদায়ী মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা আবারও পাবে উপবৃত্তি। সাড়ে পাঁচ বছর আগে ‘হঠাৎ’ বন্ধ হয়ে যাওয়া উপবৃত্তি চালু করতে যাচ্ছে সরকার।
এবতেদায়ী মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক ১৫০ টাকা হারে বছরে ১৮০০ টাকা উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আগামী জুলাই মাস থেকেই শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছানোর পরিকল্পনার কথা বলছেন কর্মকর্তারা।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মত মাদ্রাসা পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির অর্থাৎ এবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ২০২০ সালে বন্ধ হয়ে যায়।
আলিয়া মাদ্রাসা ধারার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, সেগুলোই এবতেদায়ী মাদ্রাসা। এ মাদ্রাসাগুলো প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি প্রণীত শিক্ষাক্রম মেনে পাঠদান করে।
প্রথম ধাপে সরকারি অনুদান পাওয়া ১৫১৯ এবতেদায়ী মাদ্রাসার ১ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থীকে আবারও উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। তাদের উপবৃত্তি দিতে বছরে ৩৫ কোটি টাকার বেশি খরচ হবে।