You have reached your daily news limit

Please log in to continue


সিরিজ হেরে লিটন বললেন, ‘এটা জীবনেরই অংশ’

ব্যাটিং আগের ম্যাচের মতো হয়নি। অত বড় স্কোরও গড়া হয়নি। তবে লিটন কুমার দাসের চোখে পরাজয়ের কারণ আগের মতোই আছে। আবারও তিনি দায় দিলেন শিশিরকে। সংযুক্ত আবর আমিরাতকেও অবশ্য কিছুটা কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক। পাশাপাশি মনে নিলেন পরাজয়ের বাস্তবতাও।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারের ক্ষত দগদগে থাকতেই আরও একটি হার যেন ফুটিয়ে তুলল দলের পঁচন। অভাবনীয়ভাবে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে গেল লিটন কুমার দাসের দল।

দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের ২০৫ রান টপকে স্মরণীয় জয় পেয়েছিল আরব আমিরাত। শেষ ম্যাচে বুধবার তারা বোলিংয়ে চেপে ধরে লিটনদের। এক পর্যায়ে ৮৪ রানে ৮ উইকেটের পতন হয়। পরে লড়াই করে ১৬২ রান করলেও তা যথেষ্ট হয়নি আমিরাতের সামনে। ৭ উইকেটে জয়ে সিরিজ জয়ের উল্লাসে ভাসে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে থাকা দলটি।

ম্যাচের পর লিটন বললেন, বাংলাদেশের চেয়ে শ্রেয়তর খেলেই জিতেছে প্রতিপক্ষ।

“অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা যখন এখানে এসেছি, সবসময় জিততেই চেয়েছি। তার পরও, এটা (পরাজয়) জীবনেরই অংশ। ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষও ভালো খেলে। তাদেরকে কৃতিত্ব দিতে হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন