
আন্দোলনে বন্ধ নাগরিক সেবা, নগরবাসীর দুর্ভোগ
ঢাকার লালবাগের আমলীগোলার বাসিন্দা মাহবুব ইসরাইলের নাতির জন্মনিবন্ধন সনদে একটি ভুল রয়েছে। সেটা ঠিক করতে নির্ধারিত ফরমে সংশোধন করেছেন। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে জমা দিতে পারছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি তিন দিন গেছি। তারা ফিরাইয়া দিছে। বলে নগর ভবনে কি নাকি গণ্ডগোল হইতেছে। কিন্তু নাতির জন্ম নিবন্ধন সনদ তো ঠিক করে রাখতে হবে, সামনে ওকে স্কুলে ভর্তি করাব।”
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকদের আন্দোলনে এক সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন।
গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ইশরাক সমর্থকরা। নগর ভবনের বিভিন্ন অফিসে তালা দেওয়া হয়েছে, আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রমও বন্ধ।
ফলে সিটি করপোরেশনের দাপ্তরিত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। কিছু কিছু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী।
ডিএসসিসির অঞ্চল-৪ এর স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব অঞ্চলেই একই অবস্থা। অফিসে কাজ না থাকায় তিনিও বাড়িতে চলে গেছেন।
“আমাদের অফিসে তালা দেওয়া। কেউ আসে না, কোনো আবেদনও জমা নেওয়া হচ্ছে না। এ কারণে কয়দিন ধরে গ্রামের বাড়িতে চলে এসেছি।”