
হান্নান মাসউদ অ্যাটর্নি জেনারেল-পিপি-বিচারপতি বিএনপির হাতে, এটা ওপেন সিক্রেট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, অ্যাটর্নি জেনারেল, পিপি, হাইকোর্টের বিচারপতি, নিম্ন আদালতের বিচারক বদলি এখন বিএনপির হাতে।
বুধবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘আমাদের মনে রাখা প্রয়োজন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ, সব বিচারকের বদলি, হাইকোর্টের বিচারপতি নিয়োগ এবং আপিল বিভাগের বিচারপতি নিয়োগ কীভাবে হয়েছে। তখন দেশ একটি কেয়োটিক সিচ্যুয়েশনে (নৈরাজ্যকর পরিস্থিতি) থাকার কারণে এসব গুরুত্বপূর্ণ বিষয় অনেকের কাছেই অজানা।’
অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের বিষয়ে তিনি লেখেন, ‘রাষ্ট্রের আইন অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন অ্যাটর্নি জেনারেল। যিনি সরকারপক্ষ হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেন। বর্তমান অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে ৭ আগস্ট, যখন অন্তর্বর্তী সরকার গঠিতও হয়নি তখন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিএনপির রানিং কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন ব্যক্তিগত উপদেষ্টা। শুধু অ্যাটর্নি জেনারেলই নন, বরং গোটা অ্যাটর্নি জেনারেল অফিসে যাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডিপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ৯৫ শতাংশ বিএনপিপন্থি আইনজীবী। সমীকরণটা চোখ ছানাবড়া হওয়ার মতো হলেও সত্য। ফলে সুপ্রিম কোর্টের সব বিষয়াদি সরকারপক্ষ হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এককভাবে নিয়ন্ত্রণ করছে বিএনপি।’