You have reached your daily news limit

Please log in to continue


শাড়ি পরতেই ৫ ঘণ্টা সময় নেন ক্যাটরিনা!

ক্যাটরিনা কাইফ— যার সৌন্দর্যে ঘায়েল বলিউড। রূপের সঙ্গে নায়িকার নাচ, সেটা ‘চিকনি চামেলি’ হোক বা, ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘কালা চশমা’— বছরের পর বছর মানুষ মনে রেখেছেন। 

নায়িকাদের বায়নাও কম নয়। তাদের সময়ানুবর্তিতা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এবার যেমন ‘কালা চশমা’ গানের শুটিং প্রসঙ্গে ক্যাটরিনার পোশাক পরিবর্তনের গল্প শোনালেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিয়োগ্রাফার বলেন, “খুবই মজার ঘটনা। এই গানের শুটিং যখন শুরু হল তখন ক্যটরিনার পরনে ছিল লাল লেহেঙ্গা। প্রথমদিনে ওই লেহঙ্গা পরেই শুটিং হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে বদলে গেল পোশাক। আমাদের ৫ ঘণ্টা বসে থাকতে হয়েছিল ক্যাটরিনার অপেক্ষায়। কারণ নায়িকা মণীশ মলহোত্রর বিশেষ শাড়িটি পরছিলেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন