
ইশরাককে মেয়র করার দাবি: কাল রায় ঘোষণা পর্যন্ত সড়কে অবস্থান করবেন বিএনপির নেতা কর্মীরা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের কাছে আজ বুধবার অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতা কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। নেতা কর্মীরা যাতে ক্লান্ত হয়ে না পড়েন সে জন্য খানাভিত্তিক সময় ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আজ রাত ১০ টা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু থানার নেতা কর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন। এরপর রাত ১০টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সুনির্দিষ্ট থানার নেতা কর্মীরা কর্মসূচি চালিয়ে নেবেন।