You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫, ভারতকে দায়ী করলো সেনাবাহিনী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি স্কুলবাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২১ মে) খুজদার শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানান, বাসটি সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হয়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দিকে, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র দিকে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যায়িত করে জানান, নিরীহ শিশুদের লক্ষ্য করে এই হামলার জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রথমে বলা হয়েছিল চারজন শিশু মারা গেছে, তবে পরে নিশ্চিত করা হয় যে, নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্কও রয়েছেন। আহত কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন