
গুয়ার্দিওলার চোখে পানি, ‘অদ্ভুত’ লাগছে ডে ব্রুইনের
ম্যানচেস্টার সিটির জন্য ম্যাচটি ছিল স্বস্তির ও আনন্দের। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ার শঙ্কা দূর হলো অনেকটাই। তবে খুশির সেই আবহে বেজে উঠেছে বিদায়ের রাগিনীও। ক্লাবের কিংবদন্তি ও সর্বকালের সেরাদের একজন ঘরের মাঠে যে খেললেন শেষবার! ইতিহাদ স্টেডিয়ামে কেভিন ডে ব্রুইনের বিদায়ী ম্যাচে বয়ে যায় আবেগের স্রোত। প্রিয় শিষ্যকে কান্নাভেজা চোখে বিদায় জানান কোচ পেপ গুয়ার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে মঙ্গলবার বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে আসে ম্যানচেস্টার সিটি। মৌসুম আর একটি ম্যাচ বাকি তাদের, রোববার সেই ম্যাচটি ফুলহ্যামের মাঠে।
৬৭তম মিনিটে মাতেও কোভাচিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার মিনিট দুয়েক পর দলীয় ভারসাম্যের স্বার্থে ডে ব্রুইনেকে তুলে নেন কোচ পেপ গুয়ার্দিওলা। মাঠময় তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। দর্শকদের তুমুল অভিনন্দনের জবাব দিয়ে, সতীর্থ ও প্রতিপক্ষের ভালোবাসার ছোঁয়া নিয়ে আস্তে আস্তে মাঠ থেকে বেরিয়ে যান ডে ব্রুইনে, প্রিয় আঙিনা থেকে শেষবার!
তার মুখে এক ঝলক হাসি দেখা যায় তখন, চেহারায় ফুটে ওঠে আবেগ ধরে রাখার প্রচেষ্টাও। কোচ গুয়ার্দিওলা তাকে আলিঙ্গনে জড়ান।
ম্যাচের আগে ‘কিং কেভ’ লেখা বিশাল এক টিফো ঝুলিয়ে দেওয়া হয় গ্যালারিতে। ম্যাচের পর গোটা দল ‘গার্ড অব অনার’ দেয় দলের অনেক সাফল্যের নায়ককে।
- ট্যাগ:
- খেলা
- ইংলিশ প্রিমিয়ার লিগ