নির্বাচন ভবনের সামনে এনসিপি, জানাল ইসি পুনর্গঠনের দাবি

বিডি নিউজ ২৪ নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ২১ মে ২০২৫, ১২:৫৩

ঢাকায় নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।


বুধবার বেলা পৌনে ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজন এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দলটির জনা পঞ্চাশেক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।


এনসিপির কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, "বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই।"


সেই সঙ্গে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবিও তুলে ধরেন তিনি।


এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, "অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেব না।"


দলটির পল্লবী থানা শাখার প্রতিনিধি রেহানা আক্তার রুমা বলেন, “আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এ ইসির পরিবর্তন চাচ্ছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও