
সাশ্রয়ী ও দ্রুতগতির সোডিয়াম-আয়ন ব্যাটারি উদ্ভাবন, ৮০ শতাংশ চার্জ হবে ৬ মিনিটে
বিশ্বজুড়ে ইলেকট্রনিক ডিভাইসে লিথিয়াম ভিত্তিক ব্যাটারি খুবই জনপ্রিয়। এর মূল সুবিধা, এটি বারবার রিচার্জ করা যায়। মোবাইল ফোন, ইলেকট্রিক গাড়ি সহ, ল্যাপটপসহ অনেক ডিভাইসে এই ব্যয়বহুল প্রযুক্তির ব্যবহার রয়েছে। সম্প্রতি, ভারতের বিজ্ঞানীরা এই দামি পণ্যটির একটি বিকল্প উদ্ভাবন করেছেন।
ভারতের বেঙ্গালুরুতে এক দল বিজ্ঞানী একটি সোডিয়াম-আয়ন ব্যাটারি (এসআইবি) যা খুবই দ্রুত রিচার্জ করা যায়। ন্যাসিকন টাইপের ক্যাথোড ও অ্যানোড উপাদানের ওপর ভিত্তি করে নির্মিত এই ব্যাটারি ৬ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।
এ ধরনের একটি ব্যাটারি ব্যবহার করে তিন হাজার বার ডিভাইস চার্জ দেওয়া সম্ভব।
প্রচলিত সোডিয়াম-আয়ন ব্যাটারিগুলো ধীর গতির চার্জ ও স্বল্প আয়ুর জন্য খুব বেশি জনপ্রিয়তা পায়নি। এ কারণে অপেক্ষাকৃত খরুচে হয়েও লিথিয়াম আয়নের ব্যাটারির জনপ্রিয়তা বেশি।
তবে ভারতের নতুন এই ব্যাটারি এ দিক দিয়ে অনেকটাই উন্নত। রসায়ন এবং ন্যানো প্রযুক্তির সমন্বয়ে এই ব্যাটারি তৈরীতে নেতৃত্ব দিয়েছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের (জেএনসিএএসআর) বিজ্ঞানীরা।