
সভাপতি বুলবুল নাকি ফারুকের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি?
কী হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)? বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটির আগামী নির্বাচনকে ঘিরে চলছে নানা মেরুকরণ। যার অংশ হিসেবে শোনা যাচ্ছে নতুন নতুন কথাবার্তা, নানা গুঞ্জন। ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নতুন বোর্ড সভাপতি করার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি, সম্ভাবনা দেখা দিয়েছে আদৌ নির্বাচন হবে কি না! তা না হলে, বোর্ডের কী হবে?
চলতি বছর অক্টোবরের বোর্ড নির্বাচন এগিয়ে এনে যে জুলাই-আগস্টে আয়োজনের প্রক্রিয়া চলছিল, তার কি হলো? সভাপতি পদে বর্তমান সভাপতি ফারুক আহমেদের সাথে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা করবেন কে বা কারা?
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কি সত্যিই খুব হাই প্রোফাইল ক্যান্ডিডেট হিসেবে নিজেকে দাঁড় করাতে যাচ্ছেন? বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী কুতুবউদ্দীন কি শেষ পর্যন্ত বিসিবি প্রধান পদে নির্বাচন করতে আগ্রহী হবেন? নাকি তার নির্বাচন করারই ইচ্ছে নেই? এসব খবর জানতে কৌতুহল ক্রিকেটপ্রেমীদের।
এর বাইরে আরও দুটি খবর ক্রিকেট পাড়ায় ভেসে বেড়াচ্ছে। যার একটি হলো আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সভাপতি হওয়ার সম্ভাবনার খবর। গণমাধ্যমে সেভাবে খবরটা না আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান এবং বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার পদে কর্মরত আমিনুল ইসলাম বুলবুল নাকি বোর্ড সভাপতি হচ্ছেন?