You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে মিলবে স্টারলিংকের ইন্টারনেট, যা যা সুবিধা থাকবে

স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবার কোম্পানি স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা শুরুর পর সেবাটি নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় রয়েছে মানুষ।

কারা, কীভাবে, কত টাকা খরচ করে নেওয়া যাবে এই সেবা, কী কী সুবিধা পাওয়া যাবে- এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেইসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের গ্রাহকরা মঙ্গলবার থেকেই স্টারলিংক ইন্টারনেট সংযোগের অর্ডার করতে পারবেন।

বাংলাদেশে স্টারলিংকের সেবা শুরু, খরচ কত?

বাংলাদেশে স্টারলিংকের বাণিজ্যিক যাত্রার বিস্তারিত জানাতে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন তৈয়্যব; সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তৈয়্যব বলেন, স্টারলিংকের একটি ৪৭ হাজার টাকা দামের সেটআপ একটি মোবাইল টাওয়ারের সমান ইন্টারনেট সরবরাহ করতে পারবে। যার ফলে প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন ইন্টারনেট দেওয়া সহজ হবে। আর ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা ইন্টারনেটনির্ভর কাজ করেন এমন ব্যক্তি ও সংস্থা নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট পাবেন।

বাংলাদেশে এখনো স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন তৈরি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন