You have reached your daily news limit

Please log in to continue


নকিয়া নিয়ে এলো দেশে তৈরি দুটি ফোন

মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া দেশের বাজারে এনেছে দুটি বাজেট সাশ্রয়ী ফোন। এর মধ্যে একটিকে বলা হচ্ছে ‘মিড রেঞ্জের’।

ফোন দুটিতে আছে বেশি সক্ষমতার ব্যাটারি। ফলে, ৭জিবি র‌্যাম ও ৬৪জিবি রমের ফোন দুটি চলবে টানা ৩ দিন।

বাংলাদেশে নকিয়ার অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত এই মডেল দুটির মধ্যে নকিয়ার সি৩২ ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলিউশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৫০০০ এমএএইচ ব্যাটারিতে চলা ফোনটিতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ছাড়া ফোনের সঙ্গে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস। এই রেঞ্জের দামের মধ্যে গ্লাস ব্যাকের ফোন এটাই প্রথম বলে দাবি কোম্পানিটির। ক্যারোকাল ব্ল্যাক এবং অটাম গ্রিন এই দুটি কালারের মডেলটির দাম ১৩ হাজার ৪৯৯ টাকা।

অপর মডেল সি২২-তে রয়েছে ৫জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের রেজুলিউশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৫০০০ এমএএইচ ব্যাটারির এই মডেলে আছে মজবুত মেটাল শ্যাসি, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট এবং পলিকার্বনেট ব্যাক। এ ফোনটির সঙ্গে থাকছে টি-শার্ট ও এক্সক্লুসিভ এয়ারবাডস উপহার। ব্ল্যাক এবং স্যান্ড এই দুটি কালারের মডেলের ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন