 
                    
                    গণতন্ত্রের জন্য আর কত অপেক্ষা, প্রশ্ন নজরুল ইসলাম খানের
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ আর কতদিন অপেক্ষা করবে, সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “বাংলাদেশের গর্বিত জনগণ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি এবং এখনো আমরা গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি।
“সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, শ্লোগান দিচ্ছি, সভা-সমাবেশ করছি। কত দিন? কতবার আমাদেরকে এই কাজ করতে হবে?”
ইতিহাসের রঙ্গমঞ্চে এ দেশের মানুষের বার বার গণতন্ত্রের পথে যাত্রা এবং উল্টো যাত্রাকে সাপলুডু খেলার সঙ্গে তুলনা করেন নজরুল।
তিনি বলেন, “আমাদেরকে, এই বাংলাদেশের জনগণকে বার বার সেই সাপ-লুড়ু খেলার মত ৯৩ থেকে ৩ এ চলে আসতে হইতেছে কেন? আমরা ৯৩ থেকে ৯৪, ৯৫, ৯৬, ৯৭ কইরা ১০০ তে পৌঁছেতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদের ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি।”
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                