ছোট্ট কুকুরের ৪ লাখ অনুসারী

প্রথম আলো প্রকাশিত: ২০ মে ২০২৫, ১৩:২১

বিশ্বের বিভিন্ন দেশে জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার বা স্প্যানিয়েল প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিত করে। তবে করগি জাতের ছোট্ট পায়ের কুকুর পুলিশের কাজে সহযোগিতা করছে, এমন খবর খুব কমই শোনা যায়। চীনে ফু জাই নামের একটি করগি কুকুর পুলিশের দায়িত্ব পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরটির চার লাখের বেশি অনুসারী (ফলোয়ার) রয়েছে, যেখানে প্রতিনিয়ত এটির বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করা হয়।


গত অক্টোবরে চীনের শানডং প্রদেশের ওয়েইফাং শহরের জননিরাপত্তা ব্যুরোতে যুক্ত হয় ফু জাই। কর্মতৎপর ছোট্ট কুকুরটি ‘স্নিফার ডগ’ হিসেবে কাজ করছে। তীক্ষ্ণ ঘ্রাণশক্তি ব্যবহার করে যেকোনো ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে সে। শুধু দক্ষতাই নয়, বাহ্যিক সৌন্দর্য, ছেলেমানুষি আচরণ আর খাবারের প্রতি অদম্য আসক্তি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে ফু জাই।


করগি প্রজাতির এই কুকুর একসময় ঘরোয়া পোষা প্রাণী ছিল। গত বছর এটি পুলিশে যোগ দেয়। সেই ঘটনাও ছিল বেশ মজার। পুলিশ প্রশিক্ষক ঝাও ছিংশুয়াই একদিন ফু জাইকে একটি পার্কে দেখতে পান। নাম ধরে ডাকতেই এটি আনন্দের সঙ্গে দৌড়ে চলে আসে।


চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাও বলেন, ফু জাই খাবার দেখলে মোটেই ঠিক থাকতে পারে না। এটা প্রমাণ করে যে তার মধ্যে কাজ করার ইচ্ছাশক্তি প্রবল।


তবে এই ইচ্ছাশক্তি কুকুরটিকে অনেক সাফল্যের পাশাপাশি কিছু মজার বিপত্তির মুখেও ফেলেছে। সম্প্রতি টহলের সময় একটি শিশুর হাত থেকে সসেজ ছিনিয়ে নেয় ফু জাই। আর সেই দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়ে। ওই ঘটনার পর প্রশিক্ষকেরা কুকুরটির খাবারের প্রতি দুর্বলতা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে এ ঘটনায় তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা তাকে ব্যাপক উৎসাহ দেন। সঙ্গে আরও সসেজ দেওয়ার প্রস্তাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে