 
                    
                    জামিন পেলেন নুসরাত ফারিয়া
                        
                            ডেইলি স্টার
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ মে ২০২৫, ১১:২৪
                        
                    
                চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।
জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি নুসরাত ফারিয়াকে আজ মঙ্গলবার সকালে জামিন দেওয়া হয়।
নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
গতকাল এই মামলায় নুসরাতকে কারাগারে পাঠানো হয়।
নুসরাত ফারিয়াকে ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে পুলিশ।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক দ্য ডেইলি স্টারকে জানান, তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে।

 
                    
                 
                    
                