কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৮:৪৫

গত কয়েকদিন ধরে দেশের সব কাস্টমস হাউজে চলেছে কলমবিরতি কর্মসূচি। কর্মকর্তারা দুপুর তিনটার পর কাজ শুরু করতেন। এর প্রভাবে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে তৈরি হয়েছে কনটেইনার জট। সোমবার (১৯ মে) কলমবিরতি স্থগিত করলেও বন্দরে কনটেইনার জমে তা ছাড়িয়েছে ৪৪ হাজার টিইইউস।


এর পাশাপাশি ১৯টি অফডকেও রয়েছে ৮৬ হাজার টিইইউস কনটেইনার। গত ১৯ দিনের ব্যবধানে আট হাজারের বেশি কনটেইনার বেড়েছে বন্দর অভ্যন্তরে। সারা দেশের মতো চট্টগ্রাম কাস্টমস হাউজে কর্মকর্তাদের কলমবিরতিতে তৈরি হয়েছে এ জট।


বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন, বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বাজারে পণ্যের সরবরাহে সংকট তৈরি হয়ে বাজার অস্থির হয়ে উঠতে পারে। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমস ও চারটি অফডকে জটিলতার কারণে পণ্য খালাস কিছুটা কম হওয়ায় কনটেইনার বেড়েছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই খালাস স্বাভাবিক হয়ে জটলা কমে আসবে।


জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশের প্রতিবাদে কাস্টমস কর্মকর্তারা ১৫ মে সকাল থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতিতে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম কাস্টমস। এর নেতিবাচক প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরে। এতে দেশের বৃহত্তম এ কাস্টমস হাউজে আমদানি ও রপ্তানিপণ্যের ওপর শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রম বিঘ্ন ঘটছে। মারাত্মক ভোগান্তিতে পড়েছেন আমদানি-রপ্তানিকারকরা। আমদানি-রপ্তানিপণ্য মিলে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয় চট্টগ্রাম কাস্টমসের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও