You have reached your daily news limit

Please log in to continue


হেরেই গেল বাংলাদেশ, আরব আমিরাতের ইতিহাস

নাটকীয় লড়াইয়ে শেষ ওভারে জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরকার পড়ল ১২ রান। একটি উইকেট হারালেও এক বল হাতে রেখে সেই সমীকরণ মিলিয়ে ফেলল দলটি। বড় পুঁজি নিয়েও ভীষণ এলোমেলো বোলিংয়ের কারণে শেষমেশ তাই হেরেই গেল বাংলাদেশ।

সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে পরাস্ত হয়েছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রান তোলে তারা। জবাবে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে জিতে ইতিহাস গড়েছে স্বাগতিকরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই আরব আমিরাতের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। আগের কীর্তিটি ছিল গত বছরের এপ্রিলে। কুয়েতের করা ১৭৮ রানের পেছনে ছুটে ৩ উইকেটে জিতেছিল তারা। শুধু তাই নয়, পাঁচবারের সাক্ষাতে এবারই প্রথম এই সংস্করণে বাংলাদেশকে হারাতে পেরেছে দলটি।

আমিরাতের জয়ের মূল নায়ক অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে নেমে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। প্রায় দুইশ স্ট্রাইক রেটে ৪২ বল মোকাবিলায় তিনি মারেন ৯ চার ও ৫ ছক্কা। তার বিদায়ের পর ছোট ছোট কয়েকটি কার্যকর ইনিংসে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।

ইনিংসের দ্বিতীয় ভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ পথ হারিয়ে ফেলে একদম শেষে গিয়ে। এক পর্যায়ে, সমীকরণ ছিল ৮ বলে ২৩ রানের। কিন্তু শরিফুল ইসলাম ১৯তম ওভারের পঞ্চম বলে হায়দার আলীর ব্যাটে হজম করেন ছক্কা। পরের বলে নন-স্ট্রাইক প্রান্তে রানআউটের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি। ওভারথ্রোতে চার হওয়াসহ আসে মোট ৫ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন