
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১৩:৫০
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিবৃতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি, ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা।’ এ ধরনের গ্রেপ্তার সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা ফারুকী।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার এই ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাংবাদিকেরা বলেন, আপনার ক্যাবিনেটের একজন উপদেষ্টা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়টির সমালোচনা করেছেন।