
এনসিপির দৃষ্টি এখন ‘জুলাই ঘোষণাপত্রে’
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১২:১৩
অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দৃষ্টি এখন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দিকে। দলটির নেতারা বলছেন, তাঁরা চান এই ঘোষণাপত্র যাতে ঘোষিত সময়সীমার মধ্যেই করা হয়। এ ছাড়া নির্বাচন কমিশনে (ইসি) দলীয় নিবন্ধনের শর্ত পূরণও তাঁদের অগ্রাধিকারে রয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল এনসিপি শুরু থেকেই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও এনসিপির অন্যতম দাবি ছিল।