
সত্যিই কি দেশ এখন বাঘের মুখে
মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য করিডর দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই সামনে এল চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার তাগিদ। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ ত্বরান্বিত করতে রীতিমতো জোরালো তাগিদ দিয়েছেন।
১৪ মে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শনের পর বন্দর ও নৌপরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, বন্দর ব্যবস্থাপনায় ‘পৃথিবীর সেরা’ যারা, তাদের হাতে ছেড়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে। সরকারপ্রধান ‘পৃথিবীর সেরা’ হিসেবে যে প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত দিয়েছেন, সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ছয়টি বন্দরের টার্মিনাল পরিচালনা একটি ব্রিটিশ কোম্পানির কাছ থেকে অধিগ্রহণ করতে চেয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ার আশঙ্কায় এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল মার্কিন কংগ্রেস। ফলে ডিপি ওয়ার্ল্ড ওই বন্দরগুলোর পরিচালনার ভার পোর্ট আমেরিকা নামে সদ্য প্রতিষ্ঠিত একটি মার্কিন কোম্পানির কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। ওই পোর্ট আমেরিকাই বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্মিনাল অপারেটর।