
কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পেয়ে সরে এলেন শ্রদ্ধা
ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।