
নতুন অর্থবছরে এডিপির আকার বাড়ছে সাড়ে ৬ শতাংশ
আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিতে যাচ্ছে সরকার, যা সংশোধিত এডিপির প্রায় সাড়ে ৬ শতাংশ বেশি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপি কমিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় সংশোধন করে। এ হিসাবে আসছে অর্থবছরে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের আকার বাড়ছে ১৪ হাজার কোটি টাকা বা প্রায় সাড়ে ৬ শতাংশ।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন হওয়া প্রস্তাবিত এডিপির আকার গত অর্থবছরের মূল এডিপির (২ লাখ ৬৫ হাজার কোটি টাকা) তুলনায় ৩৫ হাজার কোটি বা ১৩ দশমিক ২০ শতাংশ কম।
এনইসির অনুমোদনের পর এখন জাতীয় বাজেটে এডিপি চূড়ান্ত করবে সরকার।
প্রধান উপদেষ্টা ও এনইসির চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়।
আগের অর্থবছরের মূল এডিপির চেয়ে টাকার অঙ্কে প্রস্তাবিত এডিপি ৩৫ হাজার কোটি টাকা কমানোর ব্যাখ্যায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এবার আমরা বরং বাজেটকে আমি যদি বলি ছোট করছি। ছোট ঠিক না বাস্তবসম্মত করছি।”