ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ মোড় গিয়ে সড়ক অবরোধ করেন।
সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভে ঢাবি ছাত্রদল ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং ঢাকা মহানগর ছাত্রদলের কর্মীরা অংশ নেন।
ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থেকে বক্তব্য দেন।