
দিনে কত ঘণ্টা এসি চালানো উচিত?
গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তার উপর আবার এসির নানান সমস্যা দেখা দিতেই পারে। যা সার্ভিসিং করাতে বেশ খরচও হয়ে যায়।
অনেকেই সারাদিন অর্থাৎ ২৪ ঘণ্টাই এসি ছেড়ে রাখেন আবার কেউ ৮ কিংবা ১০ ঘণ্টা ব্যবহার করেন। কিন্তু জানেন কি অনেক সময় ধরে এসি চালানো আপনার জন্য বিপজ্জনক হতে পারে? কিছু সাধারণ ভুলের কারণে আপনার এসিতে আগুন পর্যন্ত ধরে যেতে পারে এবং বড় কোনো ক্ষতি হতে পারে?
অনেকেই মনে করেন যে অল্প সময়ের জন্য বাইরে গেলে এসি বন্ধ করার দরকার নেই, যাতে তারা ফিরে এলেও ঘর ঠান্ডা থাকে। কিন্তু এই ধারণা একদম ভুল। একটানা চললে এসি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে যা আপনার এসি মেশিনটির স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
এসি চালাতে কত সময় লাগে তা আপনার ঘরের আকার এবং এসির টনেজের উপর নির্ভর করে। ১ টনের এসি (ছোট ঘর) ৮ থেকে ১০ ঘণ্টা এবং ১.৫ বা ২ টনের এসি (বড় ঘর) ১০ থেকে ১২ ঘণ্টা একটানা চালানো উচিত। এরপর, এসিকে কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এয়ার কন্ডিশনার