You have reached your daily news limit

Please log in to continue


লিভারের ক্ষতি হলে ত্বকই দেয় প্রথম সংকেত! এই ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না

লিভার মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। একবার এই অঙ্গটি ক্ষতিগ্রস্ত হলে শরীরের অন্যান্য অঙ্গও ধীরে ধীরে অকার্যকর হতে শুরু করে। অস্বাস্থ্যকর জীবনযাপন লিভারের বিভিন্ন সমস্যার প্রধান কারণ। ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের মতো রোগ সময়মতো চিকিৎসা না করালে লিভার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। তবে লিভারে কোনো সমস্যা দেখা দিলে শরীর আগে থেকেই কিছু সংকেত দিতে শুরু করে। ত্বকও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিছু লক্ষণ প্রকাশ করে যা আমরা প্রায়শই উপেক্ষা করি। কিন্তু এই লক্ষণগুলো নজরে আসার সঙ্গে সঙ্গেই ডাক্তারের পরামর্শ নিলে যেকোনো গুরুতর সমস্যা আগে থেকেই প্রতিরোধ করা সম্ভব।

লিভার খারাপ হওয়ার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ:

১. জন্ডিস: লিভারের ক্ষতির সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ হলো ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া। যখন লিভার সঠিকভাবে কাজ করতে পারে না, তখন বিলিরুবিন নামক একটি পদার্থ শরীরে জমা হতে শুরু করে। এর সরাসরি প্রভাব ত্বক এবং চোখের উপর পড়ে, যা হলুদ বর্ণ ধারণ করে। একে সাধারণত জন্ডিস বলা হয়। এটি লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। ত্বক বা চোখে হলদে ভাব দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

২. ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া: লিভারের কার্যকারিতা কমে গেলে শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে শুরু করে। এছাড়াও, লিভার থেকে নিঃসৃত পিত্ত রস যদি সঠিকভাবে নির্গত না হতে পারে, তাহলে এর প্রভাব ত্বকের উপর দেখা যায়। এমন পরিস্থিতিতে, ত্বকে একটানা চুলকানি বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে। এই সমস্যা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন, কারণ এটি লিভার রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৩. ত্বকে ফুসকুড়ি বা ফোঁড়া: লিভার দুর্বল হতে শুরু করলে শরীরের রক্ত সঞ্চালনও প্রভাবিত হয়। এর সরাসরি প্রভাব ত্বকে দেখা যায়। ত্বকে লালচে ফুসকুড়ি, ছোট ফোঁড়া বা ব্রণ দেখা দিতে পারে। এই লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে লিভারের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ত্বকের এই ফুসকুড়ি বা দাগে সাধারণ ওষুধে কাজ না হলে দ্রুত লিভার পরীক্ষা করানো জরুরি, কারণ এই লক্ষণগুলো গুরুতর লিভার রোগের পূর্বাভাস হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন