
নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের ধাক্কা, আহত ১৯
মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের নিচের দিকে ধাক্কা দিয়েছে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনার পর ব্রুকলিন ব্রিজ প্রায় ৪০ মিনিটের মতো বন্ধ ছিল, পরে আবার তা খুলে দেওয়া হয়।
জাহাজটিতে ২৭৭ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা ‘গুরুতর’।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র সিএনএনকে জানান, পালের জাহাজটি রাত ৮টা ২৬ মিনিটের দিকে সেতুটিতে আঘাত হানে, এ ঘটনায় আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্সে স্পেনিশে দেওয়া এক পোস্টে মেক্সিকোর নৌবাহিনী বলেছে, “পালের জাহাজ কুয়াউতেমোক বিদায় নিয়ে ফিরে আসার সময় নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে, এতে প্রশিক্ষণ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এতে জাহাজটির চলা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
“নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ কর্মী এবং (জাহাজটির) বস্তুগত অবস্থা পর্যালোচনা করে দেখছে আর তারা সহায়তাও দিচ্ছে।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জাহাজ
- ধাক্কা
- ব্রিজ