ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

ডেইলি স্টার ইউক্রেন প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৮:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপটি স্থানীয় সময় ১০টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন।


রাশিয়া ও ইউক্রেন শুক্রবার ইস্তাম্বুলে তিন বছরের মধ্যে তাদের প্রথম মুখোমুখি আলোচনায় বসেছিল। কিন্তু সেই আলোচনা থেকে কোনো ফল আসেনি। যদিও তারা বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।


যদি পুতিন তুরস্কের আলোচনায় থাকতেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকতে রাজি হননি।


এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধে তখন অগ্রগতি হবে, যখন পুতিন মুখোমুখি আলোচনায় বসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও