
সবচেয়ে সুখীর তালিকায় স্থান পেল যেসব শহর
সুখের জন্য বন্ধু, পরিবার এবং সামাজিক বন্ধন থাকাটা জরুরি। তবে মানুষ কোন পরিবেশে বসবাস করছে, সেটাও তার মঙ্গল এবং সুখের ওপর বড় প্রভাব ফেলে। সম্প্রতি ইনস্টিটিউট ফর দ্য কোয়ালিটি অব লাইফ–এর গবেষকেরা ২০২৫ সালের হ্যাপি সিটি ইনডেক্স বা সুখী শহরের সূচক প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে তাঁরা ৬টি ক্যাটাগরির (নাগরিক, প্রশাসন, পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য এবং চলাচল) মধ্যে ৮২টি সুখ–সংক্রান্ত সূচক পর্যবেক্ষণ করেছেন। সূচকে উল্লেখ করা হয়েছে, কোনো শহরকে চূড়ান্তভাবে ‘সবচেয়ে সুখী’ বলা উচিত নয়। সেখানে ৩১টি শহরকে ‘গোল্ড সিটি’ তালিকায় স্থান দেওয়া হয়েছে। হ্যাপি সিটি ইনডেক্স এবং বিবিসিতে প্রকাশিত এ–সংক্রান্ত একটি প্রতিবেদনের ভিত্তিতে ১০টি সুখী শহরের তথ্য প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
ডেনমার্ক প্রায়ই বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে থাকে। দেশটির রাজধানী কোপেনহেগেনও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। বিশ্বের সবচেয়ে সুখী শহরের তালিকায় শীর্ষস্থানে আছে এটি। পরিবেশ ও অর্থনীতি ক্যাটাগরিতে এগিয়ে আছে কোপেনহেগেন। পরিবেশের ক্ষেত্রে শহরের সবুজ এলাকা, টেকসই জীবনধারা এবং বর্জ্য ব্যবস্থাপনাকে মূল্যায়ন করা হয়।
আর অর্থনীতি ক্যাটাগরিতে দেখা হয়—জিডিপি, গড় বেতন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক কোম্পানির উপস্থিতির মতো বিষয়গুলো। এ ছাড়া শহরটি নাগরিক ক্যাটাগরিতেও ভালো স্কোর করেছে। গ্রন্থাগার ও জাদুঘরের মতো সাংস্কৃতিক সম্পদ, বাসিন্দাদের সম্পৃক্ততা এবং স্থানীয় অনুষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সুখী দেশের তালিকা