
১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:৪২
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। যা প্রায় ১৭০ বছর আগে ডুবে গিয়েছিল। এটি ১৯শ শতকের অস্ট্রেলিয়ার সোনার খনির সময়কার একটি মর্মান্তিক ঘটনা।
১৮৫৭ সালের জুন মাসে ৮০০ টনের এই পালতোলা জাহাজটি নেদারল্যান্ডসে ফেরার পথে ছিল। পথে এক ভয়াবহ ঝড়ে জাহাজটি রোব শহরের কাছে উল্টে যায়। এতে নাবিকদের দুই-তৃতীয়াংশ ডুবে যান।