
তুরস্কের সেলেবির ছাড়পত্র বাতিলের ভারতের সিদ্ধান্তকে আইনি চ্যালেঞ্জ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:৩৪
ভারতের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ভারতের কেন্দ্রীয় সরকার ‘জাতীয় নিরাপত্তার অস্পষ্ট’ উদ্বেগের কথা উল্লেখ করে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানায়, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের কোম্পানিটির নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ তাৎক্ষিণকভাবে কার্যকর হবে বলেও জানায় মন্ত্রণালয়।
শুক্রবার (১৬ মে) দায়ের করা মামলার নথিতে সেলেবি বলেছে, ভারত সরকারের এই সিদ্ধান্তে কোম্পানির ৩,৭৯১ কর্মীর চাকরি ঝুঁকিতে পড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা কমবে।