
সব হারানোর পর হুঁশ ফিরেছে রিয়ালের!
যুগান্তর
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:১৩
চলতি মৌসুমে নিজেদের দুর্বল রক্ষণের কারণে বেশ ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে তিনটি ট্রফি জিতে মৌসুম শেষ করছে, সেখানে রিয়ালের হাত ফাঁকা। দুটি ফাইনালে বার্সার কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। আর লিগ শিরোপার দৌড়েও কাতালুনিয়ার ক্লাবটির সঙ্গে পেরে ওঠেনি রিয়াল।
এমন হতশ্রী এক মৌসুম কাটানোর পর অবশেষে ‘হুঁশ’ ফিরেছে দলটির। আগামী মৌসুমের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা। ইংলিশ ক্লাব বোর্নমাউথের সম্ভাবনাময় ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়ে রক্ষণভাগের শক্তি বাড়ানোর চেষ্টা করেছে লস ব্লাঙ্কোসরা।
স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, প্রায় ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লোজ পরিশোধের মাধ্যমে হুইসেনকে পেয়েছে রিয়াল। তার সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ পর্যন্ত।