জর্ডান সফরের ক্যাম্পে ডাক পাননি সাবিনারা, ফিরলেন পাঁচ তারকা

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৮:০২

বাংলাদেশ নারী ফুটবল দলের জর্ডান সফরের জন্য ৪১ জন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পে ডাক পেয়ে ভুটানের ফুটবল লিগ থেকে ফিরে এসেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ঋতু পর্ণা চাকমা, রুপনা চাকমা এবং শামসুন্নাহার সিনিয়র। তবে পিটার বাটলারের এই ক্যাম্পে ডাক পাননি দুইবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ পাঁচ তারকা।


রুপনা ও মারিয়া বাটলারের অধীনে পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে গত ১৩ এপ্রিল ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাটলার নিজে ৭ এপ্রিল বাংলাদেশে ফিরে আসেন। অন্যদিকে, মনিকা, ঋতু পর্ণা এবং শামসুন্নাহার সিনিয়র ৬ এপ্রিল ভুটান গিয়েছিলেন। এক মাসেরও বেশি সময় আগে ভুটান গেলেও, সূচি পিছিয়ে যাওয়ায় এই খেলোয়াড়রা লিগে গত ১০ মে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।


নারী দলের একটি সূত্র নিশ্চিত করেছে, এই পাঁচ ফুটবলার আগামীকাল জাতীয় নারী দলের আসন্ন জর্ডান সফরের জন্য চলমান ক্যাম্পে ৪১ জন অন্য খেলোয়াড়ের সঙ্গে যোগ দেবেন। সূত্রটি আরও জানায়, এই ৪১ জনের মধ্যে সুরমা জান্নাত, স্বর্ণা রানী এবং আকলিমা খাতুন ইনজুরিতে ভুগছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও