
ভারতীয় বিনিয়োগে স্থবিরতা
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধীন অর্থনৈতিক অঞ্চলে গত বছরও ভারতীয় মালিকানাধীন পাঁচটি কোম্পানি ছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর পারফেক্ট লেভেল প্রাইভেট লিমিটেড নামের ভারতীয় কোম্পানি বিনিয়োগ প্রত্যাহার করে নেয়। শুধু এই কোম্পানি নয়, অন্যান্য ভারতীয় কোম্পানির বিনিয়োগও স্থবির হয়ে পড়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ আকৃষ্ট করতে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ২০১৯ সালে তৎকালীন সরকারের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হওয়া বিশেষ এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। কিন্তু বাস্তবে প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্পটির বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বাংলাদেশ সরকার ও ভারত সরকার। প্রকল্পটি নিয়ে দুই দেশের মধ্যে এখন আর কোনো আলোচনা হচ্ছে না। অনিশ্চিত এই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের পরিচালককে সরিয়ে নিয়েছে বাংলাদেশ সরকার।
বিশ্লেষকেরা বলছেন, প্রকল্পটির অবকাঠামো উন্নয়নসহ সব ধরনের কার্যক্রম অনিশ্চিত। অন্তর্বর্তী সরকারের সময় এ প্রকল্পের আর কোনো কাজ হবে না। এমনকি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের সিদ্ধান্তও বাতিল হতে পারে। কারণ, এখনো উন্নয়নকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়নি।
জানতে চাইলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সচিব (অতিরিক্ত সচিব) ও ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের সাবেক পরিচালক মো. মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কার্যক্রম স্থবির রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রকল্পের জন্য যা করণীয় ছিল, তা করা হয়েছে। কিন্তু ভারতীয় পক্ষ থেকে কোনো সাড়া না থাকায় সেটি এখন স্থবির হয়ে আছে।’