
স্পটিফাইয়ে শত শত ভুয়া পডকাস্ট, বিক্রি করছে মাদক
বিশ্ববিখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে শত শত ভুয়া পডকাস্ট, যেগুলোর মূল উদ্দেশ্য হলো মাদক বিক্রি। যুক্তরাষ্ট্রে কড়া নজরদারির মধ্যে এ ঘটনা প্রযুক্তিজগতের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
বিজনেস ইনসাইডার (বিআই) প্রথম খবর প্রকাশ করে যে, স্পটিফাই অন্তত ২০০ ভুয়া পডকাস্ট সরিয়ে ফেলেছে, যেগুলোতে ওপিওইডসসহ বিভিন্ন প্রেসক্রিপশন ড্রাগ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। সিএনএন জানিয়েছে, তারা আরও ডজনখানেক ভুয়া পডকাস্ট খুঁজে পেয়েছে, যেগুলোর অনেকগুলোই মাসের পর মাস সক্রিয় ছিল।
পডকাস্টগুলোর কিছু শিরোনাম শুনেই সন্দেহ জাগার কথা—যেমন: ‘মাই অ্যাডেরাল স্টোর’, ‘এক্সট্রাফার্মা ডটকম’ বা কোনো পর্বের নাম ‘অর্ডার কোডিন অনলাইন সেফ ফার্মেসি লুইজিয়ানা’। অনেক পডকাস্টেই কৃত্রিম কণ্ঠ ব্যবহার করা হয়েছে, কিছু আবার মাত্র ১০ সেকেন্ড দীর্ঘ। এমনকি কিছু পর্বে কোনো অডিওই ছিল না।
সিএনএন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে অডিও ও ভয়েস তৈরি এখন অনেক সহজ হয়েছে। একই সঙ্গে টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটায় অতি দ্রুত ভুয়া পডকাস্ট তৈরি করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে সহজ। এসব পডকাস্ট থেকে ব্যবহারকারীদের বিভিন্ন সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করানো হচ্ছিল, যেগুলো প্রতারণামূলক সাইট কিংবা কোনো কোনো ক্ষেত্রে অবৈধ ওষুধ বিক্রির বাজারও হতে পারে। তবে সিএনএন ও বিজনেস ইনসাইডার কেউই নিশ্চিত হতে পারেনি, ওই সাইটগুলো থেকে সত্যিই ওষুধ কেনা সম্ভব কি না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাদক বিক্রি
- স্পটিফাই
- পডকাস্ট