২৩ মে ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১২:৪৭

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন। পরোপকার ও সামসাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারবেন। সপ্তাহের মাঝদিকে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাই শ্রেয়। খুব একটা লাভদায়ক সময় নয়। কাজেই টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন। সপ্তাহের শেষদিকে পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত ও কমনীয় হোন। কেবল মাত্র কিছু নির্বাচিত ব্যক্তিই ঐন্দ্রজালিক কমনীয়তার পেছনের আপনার রহস্যটি জানবেন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তারপরও সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে। যদি কর্মক্ষেত্রে নিজের ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন তবে লাভবান হবেন। সপ্তাহের মাঝদিকে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। সামাজিক জীবন অবহেলা করবেন না। ব্যস্ত সময় থেকে সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। সপ্তাহের শেষদিকে সমস্যা হল টাকা ঝুলে থাকবে। সম্ভবত বেশি খরচ করবেন বা মানিব্যগ অন্য জায়গায় রাখবেন। অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। তবে ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার ও গভীর চিন্তা ভাবনার করতে সহায়তা করতে পারে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে প্রায় সব কিছু আপনাকে চ্যালেঞ্জের মেজাজে রাখবে। সময়টি আপনার ধৈর্য্য পরীক্ষার জন্য সেট করা আছে। শুধু মাত্র কর্মক্ষেত্রে এটি হারাবেন না। সপ্তাহের শেষদিকে সীমাহীন সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক সময়ের দিকে আপনাকে এগিযে নিয়ে যাবে। সময় কাটান ও মিষ্টি স্মৃতিগুলোকে আবার বাঁচিয়ে তুলুন।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সময় ক্ষেপন বা সঙ্গীর সঙ্গে একটি প্রীতিভোজে আপনাকে এক আয়েসী ও চমকপ্রদ মেজাজে রাখবে। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো বা ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের মাঝদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। তাই ব্যবসায়ীদের জন্য ভালো সময়। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের শেষদিকে বন্ধুরা গুরুত্বপূর্ণ তাই ব্যস্ত হিসেবে আপনার স্ট্যাটাস দিন। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে পারে বা এমন তথ্য দিতে পারে যা আপনার কিছু ক্ষতি করতেই পারে। উপলব্ধি করতে পারবেন যে, বিবাহের জন্য গৃহীত শপথগুলো সত্যি ছিল। কারণ স্বামী/ স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। সপ্তাহের শেষদিকে আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করাতে পারে। যদি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের প্রচেষ্টা করা উচিত।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে চোখের তারা খুব উজ্জ্বল যা সঙ্গীর একটা অন্ধকার রাত প্রজ্জ্বলিত করতে পারে। আপনার গোঁড়া চিন্তা, পুরানো ধারণা নিজের প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে। আর সামনে যাওয়ার পথে বাঁধার সৃষ্টি করে। সপ্তাহের মাঝদিকে স্বামী/ স্ত্রী বিবাহিত জীবনের শ্রেষ্ঠ স্মৃতি তৈরি করবে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারও মাধ্যমে প্রতারিত হবেন না। সপ্তাহের শেষদিকে সব থেকে সেরা প্রত্যাশার করে নিজেকে উৎসাহিত করুন। আর দুর্ঘটনাকেও হাস্যকর-ভাবে দেখতে চেষ্টা করুন। সব পরামর্শেই সমালোচনা হিসেবে নেবেন না। না হলে মেজাজ নষ্ট হয়ে যাবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে বন্ধুদের সঙ্গে উত্তেজনা ও বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ সময়। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারও সঙ্গে এ সময় সাক্ষাতের সম্ভাবনা প্রবল। সপ্তাহের মাঝদিকে অন্যরা, আপনার সময়ের অত্যধিক চাহিদা করতে পারে। তাদের প্র্রতি কোনো দায়বদ্ধতা গ্রহণের আগে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না। আর তারাও আপনার উদারতা ও দায়শীলতার সুযোগ নিচ্ছে না। সপ্তাহের শেষদিকে স্বামী/স্ত্রীর সঙ্গে ভালো বোঝাপড়া ঘরে, সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে। সময়টি বিবাহিত জীবনের শ্রেষ্ঠ সময়।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় সাহায্য করেছেন। পরিবারের সদস্যরা এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে আপনি এ সময়ে উপকৃত হবেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার উচ্ছাসে স্বপ্ন ও বাস্তবতা এ সময়ে মিশে যাবে। আপনি এ সময় চারপাশে সঙ্গীর ভালোবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। সপ্তাহের শেষদিকে আপনার ঐক্যনাশক আবেগ ও ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন গোড়া চিন্তা, পুরানো ধারণা আপনার প্রগতিকে ব্যহত করে, উন্নয়নকে দমন করে। সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা ও যত্ন এই সময়ের মূল মন্ত্র। পরিবারসহ নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন; এটি অবশ্যই এ সময়ে ভালো ফল দেবে। সপ্তাহের মাঝদিকে পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ সময়। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত যা ভবিষ্যতে আর্থিক লাভবান করবে। সপ্তাহের শেষদিকে প্রেম সঙ্গ ও বন্ধন বৃদ্ধি পাচ্ছে। প্রেমের জীবন আশীর্বাদ করবে বলে মনে হয়। ভালোবাসার প্রকৃত উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবেন।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে উদ্দীপনা বাড়িয়ে তুলতে মনে এক উজ্জ্বল সুন্দর ও গৌরবজনক ছবি প্রবেশ করান। ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফল পাবেন। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। এমন ভোজ আনন্দ আপনাকে ভালো মেজাজে রাখবে। সপ্তাহের শেষদিকে ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় ও চমৎকার দিনে পরিণত হবে। ঘরে সংবেদনশীল সমস্যাগুলো সমাধান করতে বুদ্ধিমত্তা ও প্রভাব কাজে লাগাতে হবে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অপ্রয়োজনীয় আর্থিক খরচ এ সময়ের আর্থিক অবস্থাকে খারাপ করে দিতে পারে। দায়িত্বের সঙ্গে এমনভাবে আবদ্ধ হয়ে যাবেন যে, প্রিয় শখগুলো পূরণ করতে সময় পাবেন না। সপ্তাহের মাঝদিকে অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন। যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। আর্থিক উদ্বেগ থাকবে না। সপ্তাহের শেষদিকে সেই সব আত্মীয়দের কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছেন। ছোট ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সামাজিক ও ভালোবাসাময় জীবনে অনেক ‍উৎসাহ পাবেন। রাজনীতিবিদরা আজ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সবার নজরে আসবেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক চাপ বাড়তে পারে। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। আর বিশেষ কারণে এ সময় অর্থাভাব দেখা দেবে। সপ্তাহের শেষদিকে যোগাযোগের উপায় আর অন্যের সঙ্গে আচরণ করার পদ্ধতি অনেক চিত্তাকর্ষক হবে। অবশ্যই পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে আসবে। কেরিয়ার বা অর্থ সম্পর্কিত বিষয় নিয়ে কোনো উদ্বেগের দরকার নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও