বিদেশে একবার পণ্য পরীক্ষা হলে দেশে আর লাগবে না

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১২:৩৫

বাংলাদেশের কোনো আমদানি পণ্য বিদেশের কোনো পরীক্ষাগারে একবার পরীক্ষা করা হলে দেশে আর সেটি পরীক্ষা করা লাগবে না। এমন ধারা যুক্ত করেই নতুন আমদানি নীতি আদেশ ২০২৫-২৮ করতে যাচ্ছে সরকার।


বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে গত ১৩ মে ঢাকায় সচিবালয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর সংযোজন, বিয়োজন ও সংশোধন বিষয়ক সভা’ শীর্ষক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বিভিন্ন ব্যবসায়িক চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশ বের হবে ২০২৬ সালের নভেম্বরে। এদিকে যুক্তরাষ্ট্র দেড় মাস আগে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যেও পাল্টা শুল্ক আরোপ করেছে। যদিও তা পরে তিন মাস স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে এক মাস চলে গেছে। নতুন আদেশ করার সময় তা বিবেচনায় রাখা হচ্ছে। জানা গেছে, সরকারের চেষ্টা হচ্ছে আগামী ২০২৫–২৬ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে যেন নতুন আমদানি নীতি কার্যকর করা যায়।


বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২৪–এর মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে। নতুন আদেশ জারি না হওয়া পর্যন্ত বিদ্যমান নীতি বজায় থাকবে—এটাই নিয়ম। এরই মধ্যে নতুন আদেশের খসড়া তৈরি করা হয়েছে। বিদ্যমান নীতি আদেশটি অবশ্য প্রণয়ন করা হয়েছিল তার আগেরটির (২০১৫-১৮) নিয়মিত মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর অর্থাৎ ২০২২ সালের মে মাসে।


বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বিদ্যমান আদেশটির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আমরা নতুন আমদানি নীতি আদেশ করছি। তা চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদে পাঠানোর আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আরেকটা বৈঠকের দরকার পড়তে পারে। আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও