
ইউক্রেইনে ‘বেসামরিক বাসে রুশ ড্রোন হামলায়’ নিহত ৯
ইউক্রেইনের উত্তরপূর্বে বেসামরিক লোকজনকে বহন করা একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শনিবার সকালে এ হামলায় আরও চারজন আহত হয়েছে বলে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থলে পুলিশ, চিকিৎসাকর্মী ও জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন।
হামলায় বেসামরিক হতাহত নিয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার দিক থেকে কিছু জানা যায়নি। রুশ হামলায় বেসামরিকের মৃত্যু নিয়ে ইউক্রেইন বারবার অভিযোগ জানিয়ে এলেও মস্কোর ভাষ্য, তারা কেবল সামরিক স্থাপনা ও সৈন্য সমাবেশ লক্ষ্য করেই হামলা চালাচ্ছে।
ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে বেসামরিকদের মৃত্যু হতে পারে বলে এর আগে ক্রেমলিন এবং রুশপন্থি নানান টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হতো।
২০২২ সালের পর রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার খবর এল।