
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামি খালাস পাওয়ায় মায়ের অসন্তোষ
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১২:০৮
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তিন আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা।
আজ শনিবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি খুশি না। এই তিনজন একই কাজ অন্যদের সঙ্গেও করতে পারে। তখন কী হবে?'
রায়ে তিনি সন্তুষ্ট কিনা সাংবাদিকরা জানতে চাইলে শিশুটির মা বলেন, 'আমি সন্তুষ্ট নই। তারা তিনজন শাস্তি প্রাপ্য। কারণ তারা হত্যায় সহায়তা করেছে এবং তথ্য গোপন করেছে।'
প্রসিকিউটররা সাংবাদিকদের ব্রিফ করার সময় এই সংক্ষুব্ধ মা আদালত প্রাঙ্গণ থেকে চলে যান।
এর আগে, আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।