
যেন ভুলে না যাই, পাকিস্তান বাংলাদেশকে ঔপনিবেশিক বৈষম্য বঞ্চনা ও শোষণের শিকার করেছিল
স্বৈরশাসক শেখ হাসিনা গণতন্ত্রকে নষ্ট করে দিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকার খায়েসে তার ভারত-প্রীতিকে অযৌক্তিক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। হাসিনা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিন-তিনটি নির্বাচনকে যখন একতরফা প্রহসনে পরিণত করে তার একনায়কতান্ত্রিক শাসনকে ‘আজীবন শাসনে’ রূপান্তরিত করার পথে এগিয়ে গিয়েছিলেন, তখন তার এহেন নতজানু ভারত-খেদমতের কারণে ভারতের সরকারগুলো তার ওই খায়েসকে মেনে নিয়েছিল। পাঠকদের কি মনে আছে ২০১৪ সালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে শেখ হাসিনার একতরফা নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে সরাসরি চাপ প্রয়োগ করেছিলেন? ২০১৮ সালের ‘রাতের ভোটের’ বিরুদ্ধে ভারত একবারও টুঁ-শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। ২০২৪ সালের ‘আমি-ডামি নির্বাচনের’ পর ভারত সরকার হাসিনাকে ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছিল। এর বিনিময়ে হাসিনা ভারতকে সাড়ে পনেরো বছর ধরে একের পর এক একতরফা কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা দিয়ে গেছেন, যার সর্বশেষ নজির ছিল তিস্তা মহাপ্রকল্পে চীনের পরিবর্তে ভারতকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব প্রদানের ব্যবস্থা করা এবং বাংলাদেশ রেলওয়ের লাইন ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্সে ভারতীয় ট্রেন যাওয়ার ব্যবস্থা করা। এভাবে আঞ্চলিক আধিপত্যবাদী ভারতের প্রশ্নহীন সমর্থন পেয়ে হাসিনা ভেবেছিলেন, তার আজীবন ক্ষমতা কুক্ষিগত করার খায়েস তিনি পূরণ করতে পারবেন। ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে লাখ লাখ মানুষ হাসিনাকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে প্রমাণ করে দিয়েছে যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের শাহাদতের মাধ্যমে যে দেশটি স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে দেশের জনগণ কাউকে স্বৈরশাসক হিসেবে দীর্ঘদিন মেনে নেবে না।
জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির, ১৯৭১ সালে যার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শুধু স্বাধীনতার বিরোধিতা করেই ক্ষান্ত ছিল না, তারা সরাসরি পাকিস্তান সামরিক বাহিনীর ‘সহায়ক ফোর্স’ হিসেবে আলবদর ও আলশামস বাহিনী গঠনের মাধ্যমে গণহত্যায় অংশগ্রহণ করেছিল। জামায়াতে ইসলামী গত ৫৪ বছরেও তাদের ‘মানবতাবিরোধী অপরাধের’ জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। তাদের কাছে পাকিস্তানের ২৪ বছরের ঔপনিবেশিক শাসন এখনো গ্রহণযোগ্য রয়ে গেছে। অথচ সারা বিশ্ব এতদিনে জেনে গেছে কী চরম বঞ্চনা, শোষণ, লুণ্ঠন, পুঁজি পাচার ও বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে বাঙালি জাতিকে স্বাধিকার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল। এখনকার ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের জন্মই হয়নি ১৯৭১ সালে, কিন্তু ওই নির্মম ইতিহাসের সঙ্গে কি তাদের পরিচিত হতে হবে না? জামায়াতে ইসলামীর মস্তিষ্ক ধোলাইয়ের শিকার হয়ে জামায়াতের স্বাধীনতাবিরোধী বয়ানকেই কি তারা আঁকড়ে থাকবে? তাদের জন্য নিচের তথ্য-উপাত্তগুলো উপস্থাপন করছি।
১৯৪৭-৭১—এ ২৪ বছর ধরে পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তানকে তদানীন্তন পাকিস্তানের শাসকগোষ্ঠী যেভাবে ‘অভ্যন্তরীণ কলোনি’ হিসেবে লুণ্ঠন, শোষণ, বঞ্চনা, পুঁজি পাচার ও অমানুষিক নিপীড়নের অসহায় শিকারে পরিণত করেছিল, সে সম্পর্কে গত ৫৪ বছরে সব তথ্য-উপাত্ত এখন বিশ্বের সামনে উদ্ঘাটিত হয়েছে। এতৎসত্ত্বেও বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো বাঙালি কীভাবে আজও পাকি-প্রেমে বুঁদ হয়ে থাকে? কেউ যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতবিরোধী হয়, সেটাকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে অভিহিত করলে দোষণীয় হবে না। কিন্তু পাকিস্তান তো এখনো বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি। ১৯৪৭ সালে পূর্ব বাংলার জনগণ ছিল পাকিস্তানের জনগণের ৫৬ শতাংশ, কিন্তু পাকিস্তানের গভর্নর জেনারেল বা প্রধানমন্ত্রীর পদ কোনো বাঙালিকে দেয়া হয়নি। যদিও ওই পর্যায়ে পূর্ব বাংলা অর্থনৈতিকভাবে পাঞ্জাব, সিন্ধু, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানের তুলনায় খানিকটা এগিয়ে ছিল কিন্তু ২৪ বছরের অভ্যন্তরীণ-ঔপনিবেশিক পর্বের শেষে এসে পাঞ্জাব ও করাচি অঞ্চল পূর্ব পাকিস্তানের চেয়ে অনেকখানি সমৃদ্ধ হয়ে গিয়েছিল। নিচের তথ্য-উপাত্ত থেকে এ ঔপনিবেশিক শোষণ, লুণ্ঠন, বঞ্চনা ও পুঁজি পাচারের চিত্রটা কিঞ্চিৎ পাওয়া যাবে:
- প্রাথমিক পর্যায়ে পাকিস্তানের রফতানি আয়ের ৭৫-৭৭ শতাংশই আসত পূর্ব বাংলার রফতানি আইটেমগুলো থেকে। ১৯৫০-৫৪ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধ এবং প্রথম ভিয়েতনাম যুদ্ধের কারণে পূর্ব বাংলার পাট রফতানি আয়ে একটা জোয়ার সৃষ্টি হওয়ায় ওই অনুপাত ৮০-৮৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। অথচ ওই রফতানি আয়ের প্রায় পুরোটাই ১৯৪৭-৪৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় সরকার দখলে নিতে শুরু করেছিল। ষাটের দশকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন যখন জোরদার হতে শুরু করেছিল, তখন বৈদেশিক রফতানি আয়ের একটা ক্রমবর্ধমান অংশ পূর্ব পাকিস্তানে বরাদ্দ করা হলেও ১৯৪৭-৭১—এ ২৪ বছরের শেষে এসেও কখনই বছরে রফতানি আয়ের এক-পঞ্চমাংশও পূর্ব পাকিস্তান নিজেদের ভাগে পায়নি, এ ২৪ বছরের গড় বার্ষিক হিস্যা ছিল মাত্র ১৮ শতাংশ।
- ইঙ্গ-মার্কিন বলয়ে অবস্থান গ্রহণের কারণে পাকিস্তান জন্মের পর থেকেই বিভিন্ন দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বৈদেশিক ঋণ ও অনুদান পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পেয়েছিল। ২৪ বছরে ওই বৈদেশিক সাহায্যের মাত্র ১৭ শতাংশ পেয়েছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পর ওই ১৭ শতাংশ ঋণের দায়ভার বাংলাদেশ গ্রহণ করার পরই কেবল দাতা দেশ ও সংস্থাগুলো নতুন করে স্বাধীন বাংলাদেশকে ঋণ ও অনুদান দিতে রাজি হয়েছিল।
- পূর্ব পাকিস্তান থেকে ২৪ বছরে পাকিস্তানের ব্যাংকগুলো যে পরিমাণ আমানত সংগ্রহ করেছিল, তার মাত্র ৮ শতাংশ বাংলাদেশের ঋণগ্রহীতারা পেয়েছে, বাকি ৯২ শতাংশই পাকিস্তানের সরকার ও শিল্পপতি-ব্যবসায়ীরা কব্জা করে নিয়েছে।
- ওই ২৪ বছরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সরকারি বাজেটের মাত্র ২৮ শতাংশ পূর্ব পাকিস্তানে ব্যয়িত হয়েছিল, বাকি ৭২ শতাংশ ব্যয় করা হয়েছে তদানীন্তন পশ্চিম পাকিস্তানে।