যেভাবে লা লিগা শিরোপা উদযাপন করল বার্সেলোনা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৭:৩৬

ম্যাচ জয়ের পর মাঠেই উদযাপন হয়েছে এক দফা। ড্রেসিং রুমে ফেরার পর শুরু হয়েছে সত্যিকারের ‘পার্টি।’ পরে সমর্থকদের সামনে ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সের বারান্দায় নেচে-গেয়ে চলেছে উদযাপন। কেউ আবার বেরিয়ে পড়েছেন রাস্তায়। লা লিগা শিরোপা জয়ের পর রাতভর এভাবেই উৎসব করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।


একই শহরের আরেক ক্লাব এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা।


২০২৩ সালে এখানেই শিরোপা নিশ্চিতের পর মাঝমাঠে গোল হয়ে নেচে-গেয়ে যখন শিরোপা উদযাপন করছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা, হঠাৎ করে গ্যালারি ছেড়ে দর্শকদের একটা অংশ তেড়ে যান তাদের দিকে। তড়িঘড়ি করে রবের্ত লেভানদোভস্কি, মার্ক-আন্ড্রে টের স্টেগেনরা ড্রেসিং রুমে চলে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও